প্রেস বিজ্ঞপ্তিতে মুজিব শতবর্ষের লোগো, জাবির দুঃখপ্রকাশ
প্রকাশিত : ২১:০১, ১০ জানুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করা হয়েছে। ওই লোগো ব্যবহার অনিচ্ছাকৃত ভুল ছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।
এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত ‘১২ই জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে’ শীর্ষক একটি প্রেস বিজ্ঞপ্তিতে মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করা হয়। জনসংযোগ কার্যালয়ের অফিসিয়াল ফেইসবুক পেইজে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে উক্ত পোস্টের কমেন্টবক্সে তাৎক্ষণিকভাবে কড়া সমালোচনা ও শ্লেষাত্মক মন্তব্য করেন শিক্ষার্থীরা।
এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. আহমেদ সুমন বলেন, আসলে এটি একটি অনিচ্ছাকৃত ভুল হয়েছে। মুজিব শতবর্ষের লোগো এই সময়ে এসে কোনোভাবেই ব্যবহারের কথা নয়। পুরোনো একটি প্যাডে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি লিখতে গিয়ে অসর্কতাবশত মুজিব শতবর্ষের লোগোটি বিজ্ঞপ্তিতে রয়ে গিয়েছে। পরবর্তীতে চোখে পড়ামাত্র আমরা সেটি সড়িয়ে ফেলেছি।
তিনি আরো বলেন, অফিসে আমি একাই কাজ করছি। অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে। এই ভুলের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ভুল স্বীকার করে এসংক্রান্ত একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেবো আমরা।
পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত একটি ক্ষমা প্রার্থনা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসংযোগ কার্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত' হবে শিরোনামে জনসংযোগ অফিসের Reporters of JU হোয়াটস্ অ্যাপ গ্রুপে (বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে গঠিত গ্রুপ) আজ বিকেলে পোষ্টকৃত প্রেস বিজ্ঞপ্তির প্যাডে ভুলবশত মুজিববর্ষের লোগো ছিল। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কম্পিউটারে পুরনো ডিজিটাল প্যাডে আজকের প্রেস বিজ্ঞপ্তিটি কম্পোজ করা হয়। এ কারণে অসাবধানবশত মুজিববর্ষের লোগোটি রয়ে যায়। ভবিষ্যতে আরও সতর্কতা ও সাবধানতা অবলম্বন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি এবং সকলের কাছে পুনর্বার ক্ষমা প্রার্থনা করছি।
উল্লেখ্য, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে গৃহীত কর্মসূচি নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় মুজিব বর্ষের সময়কাল ৯ মাস বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। পরবর্তীতে এই মেয়াদ আরো ৩ মাস বাড়িয়ে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত ঘোষণা করা হয়।
‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে জাতীয়ভাবে লোগো প্রকাশ এবং এই লোগো ব্যবহারের নির্দেশিকাও প্রকাশ জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। সেখানে এই নির্ধারিত সময় পর্যন্ত লোগো ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছিলো।
এমবি
আরও পড়ুন